Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলমান প্রশিক্ষণ

অপ্রাতিষ্ঠানিক( ভ্রাম্যমান) ট্রেড সমূহঃ

সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বা যুব সংগঠন/ ক্লাবে এপ্রশিক্ষণের ভেন্যুহেসেবেব্যাবহারকরাহয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুব দের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়। অপ্রাতিষানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুব দের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ

§  পারিবারিক হাঁসমুরগি পালন

§  গরু মোটা-তাজা করন।

§  গাভি পালন।

§  বসত বাড়ীতে সব্জী চাষ।

§  নার্সারিবনায়ন।

§  ছাগল পালন।

§  মৎস চাষ।

§  পোষাক তৈরি।

§  এবং স্থানীয় চাহিদার ভিত্তিতেট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয়। যোগাযোগের ঠিকানাঃ

§  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, চরফ্যাসন, ভোলা।